বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

স্নিন্ধতায় চেয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৬ মে ২০২৩ | ৮:৩৯ অপরাহ্ণ আপডেট: ৬ মে ২০২৩ | ৮:৩৯ অপরাহ্ণ
স্নিন্ধতায় চেয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অপার প্রাকৃতিক সৌন্দর্যের বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)। ঋতুতে ঋতুতে পাল্টে যায় গাছগাছালি পাহাড় পর্বতে ঘেরা এই বিশ্ববিদ্যালয়ের চিত্র। গ্রীষ্ম এলেই এই ক্যাম্পাসর জারুলের ডালে ডালে শোভা পায় জারুল ফুল। যা প্রতিনিয়ত স্নিগ্ধতা ছড়িয়ে যায়। চবির আনাচে কানাচে এখন ফুটে আছে ফুলগুলো। সবুজ ক্যাম্পাসে ছড়িয়েছে জারুলের বেগুনি রঙ। বিকেলের ডুবু ডুবু আলোয় ভেসে উঠে এক অপরূপ চিত্র। এ যেন পাহাড়ের গায়ে একখণ্ড বেগুনি ক্যানভাস।

এই ফুলের বৃক্ষ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি চিহ্নিত স্থান সেটি জারুলতলা নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের জারুলতলা, জয় বাংলা চত্বর, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদের সড়ক, দক্ষিণ ক্যাম্পাসসহ প্রায় পুরো ক্যাম্পাস সজ্জিত হয়েছে জারুলের ঝুমকোতে। সৃষ্টি হয়েছে এক অপরূপ নান্দনিকতা। যা বিশ্ববিদ্যালয়কে নতুন সাজে সাজিয়েছে। গাছগুলো অনেকটুকু উঁচুতে হওয়ায় ফুলগুলো স্পর্শ করা যায় না। তবে তার রঙের ছটা চোখকে চমকে দিতে যথেষ্ট।

সরেজমিনে দেখা যায়, এই বিদ্যাপীঠের প্রবেশ পথ রেল স্টেশনে ডালপালা মেলে প্রথমেই দেখা মিলবে গ্রীষ্মের লাল রঙে ফোটা কৃষ্ণচূড়ার। যা দেখে মনে হয় স্বাগত জানাচ্ছে সবাইকে। এছাড়াও আইইআর, আইন অনুষদ প্রাঙ্গণ, শহীদ আব্দুর রব হল, শাহ জালাল হল, সমাজবিজ্ঞান অনুষদসহ পুরো বিশ্ববিদ্যালয়ে ছেয়ে গেছে। দৃষ্টিনন্দন সৌন্দর্য সবাইকে মোহিত করছে।

অন্যদিকে ক্যাম্পাসে গ্রীষ্মের তাবদাহে প্রাণের সজীবতা নিয়ে যেসব ফুল ফোটে তার মধ্যে সোনালু উল্লেখযোগ্য। হলুদ রঙে হিমু সাজার প্রতিযোগিতারও কমতি নেই। ক্যাম্পাসের আইন অনুষদ প্রাঙ্গণ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সক্রেটিস চত্ত্বর এবং কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে সোনালু ফুলের দেখা মেলে। ফুলে ফুলে সজ্জিত ক্যাম্পাস যেনো শিল্পীর রঙ তুলিতে আঁকা নয়ন জুড়ানো কোনো ছবি। তাইতো শিক্ষার্থীদের কেউ কেউ জারুল, সোনালু ফুলের ছবি তুলে কাব্যিক ক্যাপশনে পোস্ট করছেন ফেসবুকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, প্রতি বছর এই সময়টায় জারুলসহ নানা ফুলের রঙে সেজে উঠে চবি ক্যাম্পাস। যা শিক্ষার্থী এবং বেড়াতে আসা পর্যটকদের প্রশান্তি জোগায়। তবে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় গাছ কাটার ঘটনা ঘটে। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। যদি সেসব বিষয় রোধ করা যায় তাহলে এই ক্যাম্পাস চিরকাল সুন্দর হয়ে থাকবে।

সম্পর্কিত পোস্ট