রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সৌদি আরব ও কুয়েতের সাথে ফ্লাইট চালু করছে বিমান

প্রকাশ: ১ অক্টোবর ২০২১ | ৪:২২ অপরাহ্ণ আপডেট: ১ অক্টোবর ২০২১ | ৪:২২ অপরাহ্ণ
সৌদি আরব ও কুয়েতের সাথে ফ্লাইট চালু করছে বিমান

তিন দেশের সাথে বিমান যোগাযোগ পুনঃস্থাপন করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামি ৯ অক্টোবর থেকে কাঠমান্ডু এবং ১০ অক্টোবর থেকে কুয়েত ও সৌদি আরবের মদিনা রুটে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করে। এখন থেকে এসকল রুটের যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবেন।

বিমানের সূত্র জানায়, প্রতি শনিবার ও বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা থেকে কাঠমান্ডুর ফ্লাইট ছাড়বে এবং কাঠমান্ডু থেকে ফিরতি ফ্লাইট নেপালের সময় বেলা ১১টা ২৫ মিনিট ছাড়বে।

প্রতি রবিবার বাংলাদেশ সময় রাত ৮ টা ১৫ মিনিট এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে কুয়েতের উদ্দেশ্য ঢাকা ছাড়বে বিমানের ফ্লাইট। ফিরতি ফ্লাইট প্রতি সোমবার কুয়েতের স্থানীয় সময় রাত ১২ টায় এবং মঙ্গলবার রাত ১০ টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে।

এছাড়াও সৌদি আরবের মদিনায় প্রতি রবিবার ও বুধবার দুপুর ২ টা ১৫ মিনিটে ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে এবং ফিরতি ফ্লাইট সৌদি আরবের সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকার উদ্দেশ্য ছাড়বে।

সম্পর্কিত পোস্ট