বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের উন্নয়ন নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ৪:১২ অপরাহ্ণ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ | ৪:১৩ অপরাহ্ণ
সরকারের উন্নয়ন নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে উন্মুক্ত উঠান বৈঠক করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের আর্দশ গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এ উন্মুক্ত উঠান বৈঠক করা হয়।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, সিঙ্গাইর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আরা। বায়রা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার, সদস্য সাদেক আলী সহ নেতৃস্থানীয় মহিলাবৃন্দ।
এসময় উঠান বৈঠকে করোনা ভাইরাস পরিস্থিতি দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ সরকারের উন্নয়ন ও অর্জিত সাফল্য মাদক যৌতুক বাল্য,ইভটিজিংসহ৷ সামাজিক অবক্ষয় রোধে আলোচনায় করা হয়।

সম্পর্কিত পোস্ট