বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রবাসীরা বেশি অবদান রাখছেন: মাওলানা মাদানী

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৬ পূর্বাহ্ণ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৬ পূর্বাহ্ণ
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রবাসীরা বেশি অবদান রাখছেন: মাওলানা মাদানী

ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগর শাখার মজলিসে শূরার অধিবেশনে আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ্ আল মাদানী বলেছেন, প্রবাসীরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক মহান কারিগর। তাদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য সম্ভাব্য সবকিছু করবেন।

মুফতী জহিরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা কবির হুসাইন আলমাসের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাদানী আরও বলেন, এই সরকার জনগণের রায়কে ভয় পায় তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকে বাতিল করে নিজের হাতে ক্ষমতা আকড়ে রাখছে।

তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, সময় এমন থাকবে না ইনশাআল্লাহ্।প্রবাসীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব-স্ব দেশের আইন মেনে চলার আহ্বানও জানান তিনি।

অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা শায়খ মুফতী মিজানুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আন্দোলন রিয়াদ মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উসমান গনী রাসেল ও সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দীন, হাজী শওকত আলী ও হাজী শামসুদ্দিন মোল্লা।

সম্পর্কিত পোস্ট