শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কাতারে ১৯৯১ সালের ২৯ এপ্রিল সন্দ্বীপে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ৬:০৬ অপরাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ | ৬:০৬ অপরাহ্ণ
কাতারে ১৯৯১ সালের ২৯ এপ্রিল সন্দ্বীপে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

কাতারে সন্দ্বীপ সমিতির উদ্যোগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) কাতারের রাজধানীর দোহা জাদিদ নিউ জামান রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাতারস্থ সন্দ্বীপ সমিতির সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া হেলাল এর সভাপতিত্বে ও আকবর হোসেন বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সন্দ্বীপ সমিতির উপদেষ্টা নুরুল মোস্তফা খোকন, উপদেষ্টা মাওলানা রফিক উল্লাহ, সিনিয়র সহ সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ জামসেদ, কাতার বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কমিউনিটির সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিঠু প্রমুখ।

আলোচনায় অংশ নেন, কাতার সন্দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, আনোয়ার হোসেন মামুন, রাহেল মাহমুদ, আতিকুল মাওলা মিঠু, আশরাফুল ইসলাম আকতার, রিয়াজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আজ থেকেই ৩৩ বছর আগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড়ে ইতিহাসের নির্মম ধ্বংসযজ্ঞ ঘটে। সন্দ্বীপসহ উপকূলীয় এলাকা কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, চট্রগ্রামের বাঁশখালী, আনোয়ারা, পতেঙ্গা, সীতাকুণ্ড, হাতিয়া, ভোলাসহ এক রাতেই প্রাণ হারায় প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ। ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। সবচেয়ে বেশি প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয় সন্দ্বীপ উপজেলার।

আলোচনা সভা শেষে ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা তোহা সিদ্দিকী।

সম্পর্কিত পোস্ট