শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শাদে বিক্ষোভ-সহিংসতায় নিহত ৫০

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ৭:০৩ অপরাহ্ণ আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ৭:০৩ অপরাহ্ণ
শাদে বিক্ষোভ-সহিংসতায় নিহত ৫০

আফ্রিকার দেশ শাদে গণতান্ত্রিক শাসনের দাবিতে বিক্ষোভকারীদের ওপর ওপর হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৩০০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই বিক্ষোভকে একটি ‘সশস্ত্র বিদ্রোহ’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী সালেহ কেবজাবু। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে কেবজাবু বলেন, ‘জোর করে ক্ষমতা দখলের জন্য একটি সশস্ত্র গণবিদ্রোহ হয়েছিল। এই সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।’

তবে দেশটির মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, রাজধানী এনজামিনায় ও আরও কয়েকটি শহরে গণতান্ত্রিক শাসনের দাবিতে বিক্ষোভ করে সাধারণ মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করার নামে নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলা করেছে। নিরাপত্তা বাহিনীগুলো সহিংসভাবে বিক্ষোভ দমন করেছে। হামলায় ৫০ জন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই জনতা শাদের বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা রাস্তা বন্ধ করে দেয় এবং নতুন প্রধানমন্ত্রীর প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। মধ্য আফ্রিকার এই দেশটি ২০২১ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ইদ্রিস দেবির মৃত্যুর পর থেকেই সংকটে আছে।

সম্পর্কিত পোস্ট