রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার,আটক ৭

প্রকাশ: ৯ অক্টোবর ২০২১ | ১২:০২ পূর্বাহ্ণ আপডেট: ৯ অক্টোবর ২০২১ | ১২:০২ পূর্বাহ্ণ
রাঙ্গামাটিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার,আটক ৭

রাঙ্গামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার। এঘটনার পার্বত্য জেলার ৭ জন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন হোয়াং পুইয়া (৩৫), থান জুয়াল (২৭), এলভিদ (২৩), আদি (২৫), লাল লমসাং (১৯), লিয়ান্না (৫১) ও জৌরাম (২৩) এরা সবাই পার্বত্য জেলা রাংঙ্গামাটির বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়,বুধবার (৬ অক্টোবর) উপজেলার বড়হরিণা বিওপি’র চেকপয়েন্টে তল্লাশি চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ রাউন্ড ১২ মিমি ছড়াগুলি ২২ বোরের ১০ টি খালি খোসা ২ জোড়া মিলিটারি সদৃশ বুট, ৯৭০ গ্রাম কোকেন এবং ৩ প্যাকেট টেস্টিং সল্ট জব্দ করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পার্বত্য জেলার বরকল থানার অন্তর্গত হালাম্বা নামক স্থানে ছোট হরিণা ব্যাটালিয়নের নেতৃত্বে থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা ২ জনকে আটক করে। অভিযান কালে তারদের কাছে থাকা ৪ টি অবৈধ একনালা বন্দুক উদ্ধার করা হয়।

আসামীদেরকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সহ বরকল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।

সম্পর্কিত পোস্ট