বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় মেয়রসহ নিহত ১৮

প্রকাশ: ৬ অক্টোবর ২০২২ | ৬:৪০ অপরাহ্ণ আপডেট: ৬ অক্টোবর ২০২২ | ৬:৪০ অপরাহ্ণ
মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় মেয়রসহ নিহত ১৮

অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর স্যান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়রসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বুধবার রাতে শহরের সিটি হলে এই হামলার ঘটে। ধারণা করা হচ্ছে, মেয়রকে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে।

হামলার পর অনলাইনে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সিটি হলের বিভিন্ন দেয়ালে বুলেটের ছিদ্রে পরিপূর্ণ।

মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার মৃত্যুতে নিন্দা জানিয়েছে তার দল পিআরডি। তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছে। হামলার জন্য দায়ী করা হয়েছে লস টেকুইলেরোস অপরাধী চক্রকে।

স্থানীয় সূত্র জানা গেছে, মেন্ডোজা আলমেদার বাবা, প্রাক্তন মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও হত্যা করা হয়েছিল।

বুধবারের হামলায় পিআরডি’র কর্মীরা ছাড়াও একজন পুলিশ অফিসার নিহত হয়েছেন। মাটিতে পড়ে থাকা তাদের রক্তাক্ত লাশের গ্রাফিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

হামলার পর বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত পোস্ট