বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

৪৫ বছর পর ফের ঢাকায় মিশন চালু করছে আর্জেন্টিনা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:১৩ অপরাহ্ণ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:১৩ অপরাহ্ণ
৪৫ বছর পর ফের ঢাকায় মিশন চালু করছে আর্জেন্টিনা

৪৫ বছর পর পুনরায় ঢাকায় মিশন চালু করতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। তিন দিনের সফরে আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তার সফরের মধ্য দিয়েই ঢাকায় মিশন উদ্বোধন করবে আর্জেন্টিনা। সান্তিয়াগোর এ সফরে মিশন খোলা ছাড়াও দেশটির সঙ্গে দুটি চুক্তি ও তিন সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। তার এ সফর নানা কারণে গুরত্বপূর্ণ। কেননা, সান্তিয়াগোর সফরে ঢাকায় আর্জেন্টিনা মিশন উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া কিছু চুক্তি ও এমওইউ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় ইতোমধ্যে মিশন খোলার জন্য স্থান নির্ধারণ করে ফেলেছে আর্জেন্টিনা। সম্প্রতি দেশটির একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে গেছেন। সফরে তারা ঢাকার বনানীতে মিশনের জন্য একটি স্থান ঠিক করেছেন। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরের শুরুর দিন সোমবার বিকালে ঢাকায় পুনরায় মিশন চালু করবে দেশটি। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এছাড়া ডিপ্লোমেটিক কোরের প্রধানসহ ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাও উপস্থিত থাকবেন।

সম্পর্কিত পোস্ট