রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ফেনীর ফুলগাজীতে

ভারতীয় হাইকমিশনের জাল নিয়োগপত্র দিয়ে প্রতারণা,আটক-২

প্রকাশ: ৫ অক্টোবর ২০২১ | ৪:৩৭ অপরাহ্ণ আপডেট: ৫ অক্টোবর ২০২১ | ৪:৩৭ অপরাহ্ণ
ভারতীয় হাইকমিশনের জাল নিয়োগপত্র দিয়ে প্রতারণা,আটক-২

ভারতীয় হাইকমিশনের জাল করে ভুয়া নথিপত্র তৈরী করে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে গোপাল চন্দ্র সরকার(৪৫) ও বিমন কান্তি দত্ত(২৪) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত বীরেন্দ্র কুমার সরকারের ছেলে গোপাল চন্দ্র সরকার ও বরইয়া গ্রামের বিপ্লব কান্তি দত্তের ছেলে বিমান কান্তি দত্ত,তাঁরা সম্পর্কে মামা ভাগ্নে।

বিমল দত্ত দীর্ঘদিন ধরে চাকুরী দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে বলে অভিযোগ স্থানীয়দের।

পুলিশ জানায়, আটককৃত প্রতারক চক্র ভারতীয় হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের অজিত রঞ্জন পালের ছেলে রুহুল পাল (২৫) থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবং ভারতীয় হাইকমিশনারের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দেয়া, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিমান দত্ত ভারতীয় হাইকমিশনারের স্বাক্ষর জাল করে এই নিয়োগ পত্রটি দিয়েছে বলে স্বীকার করে।

সম্পর্কিত পোস্ট