বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ বিমা বাধ্যতামূলক করল সৌদি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ৬:৩৫ অপরাহ্ণ আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ৬:৩৫ অপরাহ্ণ
বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ বিমা বাধ্যতামূলক করল সৌদি

বিদেশি ওমরাহযাত্রীদের জন্য ওমরাহ বিমা বাধ্যতামূলক করেছে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি মৌসুমে ওমরাহর উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব যাত্রী সৌদি আসবেন— তাদেরকে অবশ্যই ওমরাহ বিমা বাবদ অতিরিক্ত কিছু অর্থ জমা দিতে হবে। এই অর্থের সর্বোচ্চ পরিমাণ ১ লাখ রিয়াল। ওমরাহ ফি’র সঙ্গে সংযুক্তভাবে প্রদান করতে হবে এই অর্থ।

জরুরি স্বাস্থ্য পরিষেবা, অপ্রত্যাশিত করোনা সংক্রমণ, দুর্ঘটনা, মৃত্যু, ফ্লাইট বাতিল হলে নতুন ফ্লাইটের জন্য টিকেট ক্রয় প্রভৃতি ক্ষেত্রে এই বিমার সুবিধা ওমরাহযাত্রীরা পাবেন বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দাপ্তরিক কমিউনিকেশন চ্যানেলগুলোর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

সৌদি চান্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ ছাড়া সারা বছর ওমরাহ পালন করা যায়। এ কারণে বছরের ১১ মাসজুড়ে দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের ওমরাহযাত্রীদের যাতায়াত পরিলক্ষিত হয়।

সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে সৌদিতে দীর্ঘ এবং টানা তাপপ্রবাহ হচ্ছে, যে কারণে দেশটিতে হিটস্ট্রোক ও গরমজনিত অন্যান্য শারীরিক অসুস্থতায় আক্রান্ত রোগীর হারও বাড়ছে। এই রোগীদের অধিকাংশই দেশটিতে বসবাসরত বিদেশি লোকজন।

সম্পর্কিত পোস্ট