শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত দুই

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ৬:১৬ অপরাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ৬:১৬ অপরাহ্ণ
ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত দুই

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি আরব প্রবাসী জয়নাল আবেদীন (৪৭) ও জাহেদ হোসেন ফয়সাল (১৬) নামের দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

নিহত সৌদি আরব প্রবাসী জয়নাল ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ভবগানপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি সৌদি আরব থেকে গত ৪ মাস আগে ৬ মাসের ছুটিতে দেশে এসেছিলেন। নিহত অপরজন ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের দানু মাঝি বাড়ির একরামুল হকের ছেলে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আবদুস সামাদ জানায়, শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলওয়ে ওভারপাস আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদীন (৪৭) ও কাজী মাহবুব হাসান (৩৫) নামের দুই যুবক গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীনকে মৃত ঘোষণা করেন। আহত কাজী মাহবুব হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত জয়নাল আবেদীনের ভায়রা ভাই নেছার উদ্দিন জানায়, গত ৪ মাস আগে জয়নাল আবদীন দেশে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানদের ঈদের জন্য কেনাকাটা করতে বাড়ী থেকে ফেনী শহরে যাচ্ছিলেন।পথে দুর্ঘটনায় তার মৃত্যুর সংবাদ পাই। আগামী জুন মাসে জয়নাল আবদীনের সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিলো।

নিহত অপরজন ফয়সাল ফেনীর সোনাগাজী উপজেলায় বন্ধুদের সাথে ইফতার পার্টি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরন করে।সে সোনাগাজী উপজেলার আল-হেলাল একাডেমি থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলো।

আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, জাহেদের বন্ধুরা চরচান্দিয়া ইউনিয়নের পূর্ববড়ধলী গ্রামে ইফতার পার্টির আয়োজন করে। ইফতার শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চরচান্দিয়া ইউনিয়নের মদিনা বাজার এলাকায় বন্ধুর দ্রুতগতির মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফয়সালের মৃত্যু হয়।

দূর্ঘটনার বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী ফয়সাল নামের এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।

সম্পর্কিত পোস্ট