বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

প্রবাসীরা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি: চেয়ারম্যান সাদেক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ৯:১৯ অপরাহ্ণ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ৯:১৯ অপরাহ্ণ
প্রবাসীরা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি: চেয়ারম্যান সাদেক

“প্রবাসীরা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি,প্রবাসীদের রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশ।রেমিটেন্সের পাশাপাশি প্রবাসীদের সন্তানদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।”

সৌদি আরবের রিয়াদস্থ নবীনগরের প্রবাসীদের উদ্যোগে আয়োজিত একটি সংর্বধনা অনুষ্ঠানে নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক এসব কথা বলেন।

ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।রিয়াদের বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মাওলানা উসমান গনী রাসেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন আলী নুর ইসলাম রনি ও আযাদুল হক।

রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নবীনগরের সর্বদলীয় প্রবাসীদের এই মিলনমেলা দেখে চেয়ারম্যান সাদেক প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে এই ঐক্য ধরে রেখে ভবিষ্যতেও একতা বজায় রেখে চলার আহ্বান জানান।

তিনি প্রবাসীদের এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। বিপুল সংখ্যক প্রবাসীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এতে আরও বক্তব্য রাখেন, নজরুল ইসলাম,আব্দুল গফুর, হাফেজ শাহাদাত হুসাইন। মিজানুর রহমান মুন্সি, সজল সরকার, মতিন মোল্লা, আলমগীর, সোহেল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট