বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

পেরুতে জরুরি অবস্থা জারি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ | ৫:০৩ অপরাহ্ণ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ৫:০৩ অপরাহ্ণ
পেরুতে জরুরি অবস্থা জারি

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থায় দেশের পুলিশ বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এবং সমাবেশের অধিকারসহ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

সদ্য সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে গত ৭ ডিসেম্বর অভিশংসনের পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অন্তত আটজন নিহত হওয়ার পর বুধবার এ জরুরি অবস্থা জারি করা হয়। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বামপন্থি কাস্তিলো ২০২১ সালে নির্বাচনে ক্ষমতায় এসেছিলেন। অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার চেষ্টার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরই মূলত দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, তারা কাস্তিলোর ১৮ মাসের কারাদণ্ডের আবেদন করেছেন। তার বিরুদ্ধে বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টে এই আবেদন করা হয়েছে। আজকে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট।

অন্যদিকে, কাস্তিলো সরকারের ভাইস প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে তার প্রেসিডেন্ট হওয়া লাতিন আমেরিকান অন্য নেতাদের মধ্যে বিভক্তি তৈরি করেছে।

সম্পর্কিত পোস্ট