সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

নবীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ৯:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ৯:৫৯ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের দুই সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নবীগঞ্জ প্রেসক্লাব। সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার ও নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমানকে উপর মিথ্যা মামলায় আসামী করার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) নবীগঞ্জ নতুন বাজার মোড়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এবং আজকের পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি.এ সালাম, এম.এ আহমদ আজাদ, মোঃ তোফাজ্জল হোসেন, মুরাদ আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, নির্বাহী সদস্য এম.এ মুহিত, সিনিয়র সাংবাদিক মাস্টার ছাদিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সাংবাদিক তৌহিদ চৌধুরী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, হবিগঞ্জ জেলার শাহ আব্দুল করিম বাউল গোষ্টির সভাপতি প্রাণকৃষ্ণ গোপ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মোঃ আব্দুল্লাহ, কবি গোপাল রায়, গীতিকার এখলাছুর রহমান আজাদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফরহাদুজ্জামান মুহিত।

মানববন্ধন থেকে বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে দুই সাংবাদিককে অব্যাহতি দেওয়ার দাবি জানান। তারা বলেন, চলতি বছরের ২০ জুলাই নবীগঞ্জের গুঙ্গিয়াজুরি হাওড়ে সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারীর পাহারাদার জাহাঙ্গীর মিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করে ব্যর্থ হয়ে ১ মাস পর সাংবাদিক সওয়ার শিকদারসহ ১৩ জনকে আসামী করে হাবিগঞ্জ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, রাজনৈতিক, পারিবারিক ও গ্রাম্য কোন্দলের কারণে আত্মহত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে প্রতিপক্ষ লোকজন নিহতের স্ত্রীকে দিয়ে উক্ত মিথ্যা মামলা সাজিয়ে সাংবাদিক সরওয়ার শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। একইভাবে একটি মারামার ঘটনায় সংবাদ পরিবেশন করায় সাংবাদিক এম এ মুজিবুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্য, বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট