শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটে বন্যা : ৫ হাজার পরিবার পাবে ১০ হাজার করে টাকা

প্রকাশ: ৬ জুলাই ২০২২ | ৪:০১ অপরাহ্ণ আপডেট: ৬ জুলাই ২০২২ | ৪:০১ অপরাহ্ণ
সিলেটে বন্যা : ৫ হাজার পরিবার পাবে ১০ হাজার করে টাকা

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরো সিলেট জেলা স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে। গত ১৪ই জুন থেকে শুরু হওয়া চলমান এই বন্যায় সিটি করপোরেশনসহ ১৩টি উপজেলায় ১০৮টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়। এ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৪১ হাজার ঘরবাড়ি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রথম কিস্তিতে ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

রোববার (৩ জুলাই) সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ৫ কোটি টাকা অনুদান পেয়েছি। সিলেট জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪১ হাজার ঘরবাড়ি। সোমবার (৪ জুলাই) থেকে বিভিন্ন উপজেলায় প্রথমধাপে ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে এই অনুদান বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত অন্যান্যের মধ্যে পূনর্বাসনের জন্য আর্থিক অনুদান দেওয়া হবে।

এ সময় তিনি আরও জানান, সিলেট জেলায় ৬৫৪টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৬৩২ জন লোক আশ্রয় নেন। এখনো ৪৫৪টি আশ্রয়কেন্দ্রে পয়ত্রিশ হাজার ছয়শ পঁচাশি জন লোক অবস্থান করছেন।

এ ছাড়া এ সব আশ্রয়কেন্দ্রে গবাদিপশু ছিল ৩১ হাজার ৯৭টি।এখনো প্রায় ৫৩০টি গবাদিপশু এসব আশ্রয়কেন্দ্রে রয়েছে।

সম্পর্কিত পোস্ট