শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২ | ৫:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ | ৫:৫৯ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে দুর্বৃত্তদের বিরুদ্ধে বাংলাদেশি এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সে দেশের পুলিশ। গতকাল শুক্রবার আফ্রিকার একটি জঙ্গল থেকে গাড়িসহ নিহত মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়ার (৪০) মরদেহ উদ্ধার করেছে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য মো. সানাউল্যাহ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাসেল ২০ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে আফ্রিকার কানন শহরে ব্যবসা শুরু করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন। কিছুদিন আগে তিনি ইন্ডিয়ান ব্যক্তির কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

গত ২১ নভেম্বর রাসেল নিজ গাড়ি নিয়ে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে শহরে পাওনা টাকা চাইতে গেলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে লাশ গাড়িসহ জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে তার স্ত্রী বিথী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আফ্রিকার পুলিশ নিখোঁজের তিন দিন পর গাড়িসহ মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই ফখরুল ইসলাম ভূঁইয়া হিমেল জানান, এ ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা রাসেলকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন, রাসেল অত্যন্ত ভালো লোক ছিলেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

সম্পর্কিত পোস্ট