শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

তানজানিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত বেড়ে ১৯

প্রকাশ: ৭ নভেম্বর ২০২২ | ১০:৫০ পূর্বাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২২ | ১০:৫০ পূর্বাহ্ণ
তানজানিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত বেড়ে ১৯

তানজানিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯। এ ছাড়া বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় রোববারের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৯-এ পৌঁছেছে। তানজানিয়াবাসী এই ১৯ জনের মৃত্যুতে শোকাহত।

বিমানটিতে ৩৯ যাত্রী, দুই পাইলট, দুই কেবিন ক্রুসহ মোট ৪৩ আরোহী ছিলেন। তবে ২৬ জনকে নিরাপদে উদ্ধার এবং ১৯ জনের মরদেহ আবিষ্কারের পর স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বিমানের মোট আরোহী আসলে কতজন ছিলেন, সে সম্পর্কে তারা নিশ্চিত নন। উদ্ধার তৎপরতার সময় কেউ প্রাণ হারিয়েছেন কিনা, এখনো তা স্পষ্ট নয়।

আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। দুজন ব্যক্তি প্লেনের আরোহী না হলেও দুর্ঘটনার পর উদ্ধার প্রচেষ্টার সময় মারা গেছেন, এমন সম্ভাবনা রয়েছে।’

এর আগে গতকাল রোববার একটি যাত্রীবাহী বিমান তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালাম থেকে বুকোবা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। বুকোবা বিমানবন্দরে অবতরণের আগে ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয় বিমানটি।

সম্পর্কিত পোস্ট