শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪

প্রকাশ: ৭ নভেম্বর ২০২২ | ১২:৪২ অপরাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২২ | ১২:৪২ অপরাহ্ণ
গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমে ফারানাহ যাচ্ছিল। কোনাক্রি থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে গিনির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারি বিবৃতি উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম রোববার এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তা কাবিনেট কাকে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নিহতদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।’ তিনি জানান, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

জেন্ডারমেরি থেকে লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ জানান, দুর্ঘটনার মাত্রা এত ভয়াবহ যে মৃতদেহগুলো চেনা দুরূহ।

গিনিতে নিয়মিত মারাত্মক ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। চলাচলের অযোগ্য রাস্তা, যানবাহনের অবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

সম্পর্কিত পোস্ট