বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সিডনিতে

গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২ অক্টোবর ২০২২ | ৫:৫৬ অপরাহ্ণ আপডেট: ২ অক্টোবর ২০২২ | ৫:৫৬ অপরাহ্ণ
গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সিডনিতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। রোববার (২ অক্টোবর) স্থানী সময় সকাল ১১ টায় প্যারাম্যাটায় টাউন হল চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘আমরা একাত্তর’ সংগঠনের অন্যতম সংগঠক ড. সুলতান মাহমুদ।

এইসময়, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. আব্দুল জলিল, বিশিষ্ট সংগঠক ড. স্বপন পাল, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ এর প্রতিষ্ঠাতা আহবায়ক ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, একুশে একাডেমির প্রতিষ্ঠাতা নিহাল বারী সমাবেশে বক্তব্য রাখেন।

এতে সাংস্কৃতিক সংগঠন প্রতীতির প্রতিষ্ঠাতা সিরাজুস সালেকীন, একুশে একাডেমির সাবেক সভাপতি মফিজুল হক, একুশে একাডেমির সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিত বড়ুয়া, একুশে একাডেমির সভাপতি প্রকৌশলী আব্দুল মতিন, বিশিষ্ট গায়িকা অমিয়া মতিন, নির্মল পাল, পূরবী পারমিতা বোস, শাহানা চৌধুরি, রোশনে আলম ও ফাহাদ আসমার উপস্থিত ছিলেন।

বক্তারা জাতিসংঘের কাছে দাবি করেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পৈশাচিক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

সম্পর্কিত পোস্ট