শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩ | ৩:১৪ অপরাহ্ণ আপডেট: ২ জানুয়ারি ২০২৩ | ৩:১৪ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের সিওয়ার্ল্ডের কাছে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বেলা ২ টায় ব্রিসবেন থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণে ‘মেইন বিচ’ নামে পরিচিত একটি পর্যটন কেন্দ্রের কাছে এ সংঘর্ষ ঘটে।

কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুটি হেলিকপ্টারে থাকা আরও নয়জন যাত্রীকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন মহিলা এবং দুই যুবকের অবস্থা আশংকাজনক।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, দ্রুত এই দুর্ঘটনার তদন্ত করবে তারা।

কুইন্সল্যান্ড পুলিশের গ্যারি ওয়ারেল সাংবাদিকদের বলেন, একই স্থানে একটি হেলিকপ্টার নিচে নামছিল ও অন্য একটি হেলিকপ্টার ওপরে উঠছিল। সেই সময় ওই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলের অবস্থানগত কারণে দ্রুত সাহায্য পেতে দেরি হয়েছে। আপাতত সিওয়ার্ল্ড ড্রাইভ, মেরিন পার্কে যাওয়ার প্রধান রাস্তা, স্থানীয় পুলিশ যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।

ব্রিসবেন এবং ক্যানবেরার এটিএসবি (ATSB)-এর কার্যালয় থেকে তদন্তকারীরা সরজমিনে প্রমাণ সংগ্রহ , ধ্বংসাবশেষ পরীক্ষা ও সাক্ষীদের সাক্ষাৎকার নিতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

এটিএসবি থেকে বলা হয়েছে, দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে ও তদন্ত শেষ হওয়ার পর একটি চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

উল্লেখ, গোল্ড কোস্ট এলাকাটি গ্রীষ্মকালে পর্যটনকেন্দ্র হিসেবে পর্যটকদের কাছে খুব জনপ্রিয়।

সম্পর্কিত পোস্ট