শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্যামেরুনে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ৫:২৭ অপরাহ্ণ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ৫:২৭ অপরাহ্ণ
ক্যামেরুনে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাজধানীর একটি পাহাড়ি এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে এ ঘটনা ঘটে। ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বেয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার ইয়াউন্ডেতে ২০ মিটার উঁচু মাটির বাঁধের পাশে ফুটবল মাঠে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেকেই অংশ নিয়েছিলেন। একপর্যায়ে বাঁধটি তাদের ওপর ভেঙে পড়ে।

গভর্নর নাসেরি পল বেয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে।’

জানা গেছে, রাজধানী ইয়াউন্ডে ক্যামেরুনের সবচেয়ে স্যাঁতসেঁতে এলাকার মধ্যে একটি। একে ঘিরে রয়েছে বিভিন্ন পাহাড়। এর মধ্যে এ বছর ভারি বৃষ্টির কারণে বন্যার কবলে পড়ে ক্যামেরুন। এর ফলে দেশটির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ।

সম্পর্কিত পোস্ট