শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কেপ ভার্দেতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ১:৪২ অপরাহ্ণ আপডেট: ২০ মার্চ ২০২২ | ১:৪২ অপরাহ্ণ
কেপ ভার্দেতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দের (কাবো ভার্দে) প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেসের কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।

পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

কেপ ভার্দের প্রেসিডেন্ট ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি সৌজন্যমূলক বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রেসিডেন্ট তারিক আহসানকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত তারিক আহসানের কর্মকালে বাংলাদেশ ও কেপ ভার্দের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি নতুন দিগন্তের উন্মোচন করবে বলেও প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত তারিক আহসান কেপ ভার্দের প্রেসিডেন্ট কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। দু’দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে নিয়মিত বিরতিতে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত তারিক আহসান দু’দেশের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন যে, কেপ ভার্দে বাংলাদেশ থেকে সুলভ মূল্যে উন্নতমানের পণ্য যেমন তৈরি পোশাক, ওষুধ সামগ্রী, ইলেক্ট্রনিকস, সফটওয়্যার এমনকি জাহাজ আমদানি করতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ লক্ষনীয় সাফল্য অর্জন করেছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং অভিবাসনের মতো বৈশ্বিক ইস্যুতে বিভিন্ন বহুপাক্ষিক সংস্থাগুলোতে দু’দেশের একযোগে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেস উভয়দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রসমূহ প্রসারিতকরণ, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সরকার এবং জনগণকে তাদের উন্নয়নের নতুন স্তরে উন্নীত হওয়ার জন্য অভিনন্দন জানান।

সংলাপ-২০/০৩/০০১/আ/আ

সম্পর্কিত পোস্ট