বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২ | ৭:৪২ অপরাহ্ণ আপডেট: ২ ডিসেম্বর ২০২২ | ৭:৪২ অপরাহ্ণ
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও জানায়, গত মঙ্গলবার কিশিশ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

একটি স্থানীয় বেসামরিক সংগঠনের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, হামলার পরে এখনো অনেক বেসামরিক মানুষ নিখোঁজ রয়েছেন।

এ হামলার জন্য রুয়ান্ডার প্রতিরক্ষা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী এম২৩-কে দায়ী করেছে কঙ্গোর সামরিক বাহিনী। এ ছাড়া কঙ্গো দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের সমর্থন করার জন্য রুয়ান্ডাকে অভিযুক্ত করে আসছে। তবে এ অভিযোগ অস্বীকার করছে রুয়ান্ডা।

এ হামলার সঙ্গে এম২৩-এর জড়িত থাকার কথাও অস্বীকার করেছেন এর রাজনৈতিক মুখপাত্র লরেন্স কানিউকা।

কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সিলভাইন একেনজে বোমুসা ইফোমি বিবৃতিতে বলেন, ‘এই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী সব হামলার জবাব এবং কঙ্গোর জনগণকে রক্ষা করায় সম্ভাব্য সবকিছু করতে বাধ্য।’

সম্পর্কিত পোস্ট