সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ৬:৪৮ অপরাহ্ণ আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ৬:৪৮ অপরাহ্ণ
ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ আগস্ট) সিডনিস্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্যারামাট্টা ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলো অস্ট্রেলিয়ায় আওয়ামী রাজনীতিতে সক্রিয় অঙ্গসংগঠন আওয়ামী লীগ সিডনি-অস্ট্রেলিয়া, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর এই অনুষ্ঠানের শুরুতে ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি মাধ্যমে ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপস্থিত নেতৃবৃন্দ এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও বঙ্গবন্ধু ও পরিবারের সকলের জন্য মোনাজাত করাহয়। এই অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ১৫ আগস্টের নির্মমতা এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন।

সিডনি আওয়ামী লীগ সভাপতি আইনজীবী ড. সিরাজুল হক বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির সবচেয়ে বেদনাদায়ক ও কলংকিত ঘটনা। পৃথিবীর ইতিহাসে এমন অমানবিক ঘটনা বিরল।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিএস চুন্নু বলেন, আজ এই ঐতিহাসিক কালো রাত্রিতে দাঁড়িয়ে জাতির পিতাসহ ১৫ আগস্টে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং সেই সঙ্গে দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করছি যতদিন বেঁচে থাকবো ততদিন জাতির পিতার চেতনাকে বুকে ধারণ করে সকল অপশক্তিকে রুখে দিব ইনশাল্লাহ।

অস্ট্রেলিয়া ছাত্রলীগ সভাপতি আমিনুর ইসলাম রুবেল বলেন, ১৫ আগস্টের ঘটনা বাঙালি জাতি কখনোই ভুলবে না। এই শোকের দাগ বাঙালি জাতি চিরদিন বুকে বহন করবে।

আলোচনা সভায় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিএস চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খান রতন, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, শাজাহান মিল্টন, রিপন, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান রানা ও সদস্য শাহ কামাল, আওয়ামী লীগ সিডনির সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ও ম্যান্থন সুফিয়ান এবং সদস্য মেহেদী হাসান প্রমুখ। এছাড়াও অস্ট্রেলিয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস জাহান ও আমাদের কথার পূরবী পারমিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইউসুফ, ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট