শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শান্তিতে নোবেল পেলেন রাশিয়ান ও ফিলিপাইন সাংবাদিক

প্রকাশ: ৮ অক্টোবর ২০২১ | ৪:৫৭ অপরাহ্ণ আপডেট: ৮ অক্টোবর ২০২১ | ৭:১৩ অপরাহ্ণ
শান্তিতে নোবেল পেলেন রাশিয়ান ও ফিলিপাইন সাংবাদিক

২০২১ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাটভ। মতপ্রকাশের স্বাধীনতা, যেটা গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত, রক্ষায় তাদের প্রচেষ্টার জন্য এবছর নোবেল পেয়েছেন এই দুই সাংবাদিক।

টুইটবার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, কয়েক দশক ধরে ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রাশিয়ার বাক স্বাধীনতা রক্ষা করতে কাজ করেছেন দিমিত্রি মুরাটভ। ১৯৯৩ সালে স্বাধীন সংবাদপত্র নোভাজা গেজেটার প্রতিষ্ঠাতাদের একজন তিনি।

আরেক টুইট বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, মারিয়া রেসা ক্ষমতার অপব্যবহার, সহিংসতা এবং তার জন্মস্থান ফিলিপাইনে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদকে প্রকাশ করার জন্য মতপ্রকাশের স্বাধীনতা ব্যবহার করেন। ২০১২ সালে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ডিজিটাল মিডিয়া কোম্পানি র‌্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা তিনি।

আজ ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

৪ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করা হয়। এরপরে ৫ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৬ অক্টোবর রসায়নে, ৭ অক্টোবর সাহিত্যে নোবেল ঘোষণা করা হয়। শেষে ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। ১২০ বছর আগে ১৯০১ সালে ৫টি বিভাগে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৮ সালে।

১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে নোবেল জয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট