বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের শৈলকুপার হত্যা মামলা

৩ জনকে মৃত্যুদন্ড ও ১ জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ৮:০৮ অপরাহ্ণ আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ৮:০৮ অপরাহ্ণ
৩ জনকে মৃত্যুদন্ড ও ১ জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত

ঝিনাইদহ: শৈলকুপায় হত্যা মামলায় ৩ জনকে মমৃত্যুদন্ড ও এক জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুর ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালদের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হল, উপজেলার সিতলি গ্রামে রান্নু খান, জামাল খান ও কানু খান। আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত আসামী হল একই গ্রামের শামসুর রহমান।
রায়ের বিবরনি থেকে জানা যায়, নিহত আলাউদ্দিনের ভাইয়ের পুত্রবধু শারমিন নাহারের সাথে সুপারি গাছের মালিকানা নিয়ে বিরোধ তৈরি হয় পাশ্ববর্তি বাড়ির বাসিন্দা চান্নু খানের। এর জেরে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে সকালে চান্নু খান সহ কয়েকজন শারমিনের বাড়িতে গিয়ে তাকে ও তার স্বামীকে মারপিট করার চেষ্টা করে। সেসময় তাদের চাচা খান মো: আলাউদ্দিন তাদের রক্ষা করতে গেলে তাকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এর কিছুক্ষণ পর দুপুর ১২ টার দিকে আলাউদ্দিন চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে শৈলকুপা থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করে। সেই মামলার দীর্ধ শুনানী শেষে আদালত ৩ জনকে মৃত্যুদন্ড ও ১ জনকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন। মামলার বাকি ৩ আসামীকে খালাশ প্রদান করা হয়েছে।
নিহতের ছেলে রাশেদ খান জানান, রায়ে আমরা খুশি। কিন্তু যেহেতু মামলার তিন আসামীকে খালাশ দেওয়া হয়ে সে জন্য তাদের শাস্তির জন্য পুনরায় উচ্ছ আদালতে আমরা আপিল করবো।

সম্পর্কিত পোস্ট