শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ২৪ পয়েন্ট

প্রকাশ: ৬ এপ্রিল ২০২২ | ১:২৩ অপরাহ্ণ আপডেট: ৬ এপ্রিল ২০২২ | ১:২৩ অপরাহ্ণ
৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ২৪ পয়েন্ট

সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৬ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২৪ পয়েন্ট।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। আর লেনদেনে রয়েছে ধীরগতি।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩৩৯টি প্রতিষ্ঠানের মোট ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৮৮টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৯৬ পয়েন্ট কমে ছয় হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ২০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৪ পয়েন্টে কমেছে।

প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৬৮ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি ৯৪ হাজার ১৪৬ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৪০টির। অপরিবর্তিত রয়েছে ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সম্পর্কিত পোস্ট