শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বাভাবিক জীবনে ফিরল কুয়েত

প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ১:১৬ অপরাহ্ণ আপডেট: ১৫ মার্চ ২০২২ | ১:১৬ অপরাহ্ণ
স্বাভাবিক জীবনে ফিরল কুয়েত

করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক জীবনে ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। গণ টিকাদান ও স্থানীয় নাগরিক এবং বিভিন্ন দেশের অভিবাসীরা স্বাস্থ্যবিধি মেনে চলায় করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে বলে মনে করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার থেকে পূর্বের মতো শতভাগ জনবল নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালিত হয়। করোনার কারণে মসজিদে মুসল্লিদের ইফতার বন্ধ থাকলেও এবার স্বাভাবিক নিয়মে জামায়াতে নামাজ আদায় ও রমজানে ইফতারের অনুমতি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান ও সভা-সেমিনার ও গণপরিবহনের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। জীবন যাত্রায় আগের মতো স্বাভাবিক জীবনে ফিরেছে কুয়েত। টিকা গ্রহণকারীদের ভ্রমণের বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

সংলাপ-১৫/০৩/০০১/আ/আ

সম্পর্কিত পোস্ট