বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২ | ৪:৪৫ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ | ৪:৪৫ অপরাহ্ণ
সৌদি আরবে আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ আওয়ামী যুবলীগের সভাপতি এম এ জলিল রাজার সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি কামাল পাটোয়ারীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবদুস সালাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করি তাদেরকে কোনোভাবেই বিভক্ত হলে চলবে না। বঙ্গবন্ধু মানে সোনার বাংলা আর সোনার বাংলা মানেই বঙ্গবন্ধু। সুতরাং বঙ্গবন্ধুর সকল সৈন্যদের এক হয়ে কাজ করতে হবে। আমরা কেউ যদি বিভক্ত হই তাহলে আমাদের মাঝখানে অন্য কেউ এসে সুযোগ নেবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর সভাপতি মো. রফিকুল ইসলাম মাহবুব, রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুস সালাম, ফ্রেন্ডস অব আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কামরুল ইসলাম, রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর সাধারণ সম্পাদক খুরশীদ আলম তপন, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি রইস উদ্দীনত, রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর সহ-সভাপতি গাজী সাঈদ, হুমায়ুন কবির, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুচ বিক্রম, জিয়াউদ্দীন বাবলু, সাংগঠনিক সম্পাদক আলিনুর ইসলাম রনি, রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ফ্রেন্ডস অব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ মাদবর, রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আরকান শরীফ, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক ডাঃ এনামুল কবির বিশ্বাস, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সৌদি আরব শাখার সভাপতি এইচ এম আলমগীর হোসেন, সৌদিআরব আরব পুর্বাঞ্চল কৃষকলীগের আহবায়ক গিয়াস মজুমদার, সদস্য সচিব মো. হাসান, রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, চট্রগ্রাম বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি আলহাজ্ব মো. ইউসুফ,ব্যবসায়ী সাইফুল ইসলাম, নুরুল আবচার আল হারিজ জেলা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক মো. সেলিম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম মাহবুব বলেন, ২০২৩ সালের নির্বাচনে জিততে হলে ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো অঙ্গসংগঠন আছে সবাইকে এক হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে বিভেদ ভুলে সকলে এক হয়ে কাজ করতে হবে। নয়তো ক্ষমতার স্বপ্ন দেখা যাবে না। তিনি সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে জেতার লক্ষ্যে কাজ করার আহবান জানান।

রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুস সালাম রিয়াদ আওয়ামী যুবলীগকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দীর্ঘ সময় পর রিয়াদের আওয়ামী অঙ্গসংগঠন এর সকল নেতাকর্মীদের যেভাবে একত্রিত করেছে এমনটা যেন আগামীতেও থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রিয়াদ আওয়ামী যুবলীগ সৌদি আরব এর সহ-সভাপতি আব্দুল আহাদ নয়ন, রুবেল হোসেন, এস্কান্দর সিকদার, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জমান ভূইয়া ইলিয়াস, যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী, ফজলুল হক শেখ, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জমান রাসেল, এম আজিজ তালুকদার, হোসেন সোহেল, দপ্তর সম্পাদক মো. সহিদ এ্যানি, আইন বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দীন তালুকদার, সদস্য আবদুল্লাহ আল রোমান, নাজমুল হোসেন মামুন, গোলাম কিবরিয়া, মিন্টু সিকদার, মো. আসাদ, সুমন খান ও আল হারিজ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব মাহমুদ আতিক।

মাওলানা আবদুস সালাম রমজানের তাৎপর্যপূর্ণ বয়ান এবং দোয়া, মোনাজাত পরিচালনা করেন।

ইফতার মাহফিলে রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর নেতৃত্বাধীন ৭ সংগঠনের নেতৃবৃন্দসহ দুই শতাধিক নেতাকর্মী, সর্মথকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্পর্কিত পোস্ট