বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২ | ৮:৪৭ অপরাহ্ণ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ | ৮:৪৭ অপরাহ্ণ
সৌদি আরবের ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন

সৌদি আরবে ওমরাহ হজ করতে আগ্রহীদের ভিসা মেয়াদ ৩০ দিন করা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানায়, ওমরাহ পালনে আগ্রহী বিদেশী মুসলমানরা এখন থেকে ৩০ দিন মেয়াদে দেশটিতে অবস্থান করতে পারবেন।

এই সময় জুড়ে তারা দেশটি ঘুরে দেখারও অনুমতি পাবেন।

স্থানীয় গণমাধ্যম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাতে জানায়, ওমরান পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে বিদেশী মুসলমানরা পবিত্র মক্কা ও মদিনা ছাড়াও দেশটির যেকোনো শহরে তারা স্বাধীনভাবে থাকতে পারবেন।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিধিনিষেধে শিথিলতা আনা হয়েছে। হাজীদের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে প্রার্থনার যেসব বিধিনিষেধ ছিল সেগুলো তুলে নেয়া হয়েছে। পাশাপাশি তুলে নেয়া হয়েছে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা।

সম্পর্কিত পোস্ট