রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১:০৭ পূর্বাহ্ণ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১:০৭ পূর্বাহ্ণ
সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে বিষাক্ত কোবরা সা‌পের ছোব‌লে আ‌জিজুল হক (৫০) নামের সা‌বেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত আজিজ উপ‌জেলার জোরারগঞ্জ থানার ৪ নং ধুম ইউ‌নিয়‌নের ৫ নং ওয়ার্ডের সা‌বেক নির্বাচিত ইউপি সদস্য ছিল।

বুধবার (২৯ সেপ্টম্বর) সকালে বা‌ড়ির পুকুর পা‌ড়ে ঘাস কাটার সময় তা‌কে বিষাক্ত কোবরা সাপ‌ ছোবল দি‌য়ে পা‌লি‌য়ে যায়। বাড়ির লোকজন তা‌কে উদ্ধার ক‌রে প্রথমে মীরসরাই উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখা‌নে সা‌পে কাটার রোগীর চি‌কিৎসা না থাকায় তাকে চট্টগ্রাম মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

উপ‌জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, সা‌পে কাটা রোগীর জন্য ইন‌জেকশন থাক‌লেও তা প্র‌য়ো‌গের ব্যবস্থা দেশের কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই । তাই আমরা চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লে‌জে রোগীকে পাঠি‌য়ে দিই। কারণ সা‌পে কাটা রোগীকে ইন‌জেকশন দেওয়ার পর রোগী অ‌চেতন হতে পা‌রে এবং এই অবস্থায় আই‌সিইউ প্র‌য়োজন। স্বাস্থ্য কমপ্লেক্সে আই‌সিইউ না থাকায় ইন‌জেকশন থাক‌লেও তা প্র‌য়োগ করা সম্ভব হয় না।

স্থানীয় মাতৃকা জেনা‌রেল হাসপাতা‌লের হাসপতা‌লের প‌রিচালক ডাঃ জাম‌শেদ আলম জানান, সাধারণ ইন‌জেকশ‌নের চাই‌তে সা‌পে কাটা ইন‌জেকশন প্র‌য়োগ অত্যন্ত জ‌টিল। প্র‌য়োগ য‌দি ঠিকভা‌বে না হয় তাহ‌লে রোগী সা‌পের বি‌ষের চাইতে ইনজেকশনের প্রভা‌বেই মারা যে‌তে পা‌রে। তাই আই‌সিইউ ব্যবস্থা ছাড়া সা‌পের বিষ প্রতিষেধক ইনজেকশন প্র‌য়োগ করা যাবে না। ত‌বে সা‌পে কাটার চার ঘন্টার ম‌ধ্যে আই‌সিইউ ব্যবস্থা আ‌ছে এমন যেকোনো হাসপাতা‌লে নিয়ে ইনজেকশন দিলে রোগীকে বাঁচানো যেতে পারে।

সম্পর্কিত পোস্ট