শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংযুক্ত আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

প্রকাশ: ৩ অক্টোবর ২০২২ | ২:০৩ পূর্বাহ্ণ আপডেট: ৩ অক্টোবর ২০২২ | ২:০৩ পূর্বাহ্ণ
সংযুক্ত আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরীয়া যুব তাবলিগের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের মোর্শেদ, আওলাদে রাসুল (দ.) অধ্যক্ষ শায়খ ছৈয়দ মহান মোর্শেদে আজম।

মাহফিলে তিনি বলেন, ‘আইয়্যামে জাহেলিয়াতের যুগে ধরণির বুকে শুভ আগমন হয়েছিল প্রিয় নবীজির। যিনি মানুষকে এক আল্লাহর দাওয়াত দিয়ে ফিরিয়ে এনেছিলেন শিরক থেকে তৌহিদের দিকে, আঁধার থেকে আলোর দিকে, অবিচার থেকে ইনসাফের দিকে, বৈষম্য থেকে সাম্যের দিকে, বন্দিদশা থেকে মুক্তির দিকে। ইসলামের যে শাশ্বত সোনালি সৌন্দর্য আজ সবাই দেখছে তা প্রিয় নবীজির জীবনের আলো থেকে আলোকিত।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্ব সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

দুবাই কমিউনিটির জনপ্রিয় প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ মুহাম্মদ হারুন এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মাহাবুবুল আলম বোগদাদী, মাওলানা মুহাম্মদ জাফর, মুহাম্মদ নুরুল আলমসহ আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দরা।

মধ্যপ্রাচ্যের দেশ সালতানাত অব ওমান এবং কাতারের বিভিন্ন শাখাগুলোর তরিকতপন্থিরা আমিরাতে অনুষ্ঠিত এ মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মিলাদ কিয়াম শেষে প্রধান অতিথি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সবার ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম (রা.) ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সম্পর্কিত পোস্ট