শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ পর্যন্ত লড়াইয়ের হুংকার রাশিয়ার

প্রকাশ: ৩ মার্চ ২০২২ | ৯:৩১ অপরাহ্ণ আপডেট: ৩ মার্চ ২০২২ | ৯:৩১ অপরাহ্ণ
শেষ পর্যন্ত লড়াইয়ের হুংকার রাশিয়ার

মস্কো একেবারে ‘শেষ’ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, আমার বিশ্বাস- কিছু বিদেশি নেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। পরিস্থিতি যাইহোক শেষ পর্যন্ত লড়বে রাশিয়া। খবর রয়টার্সের।

আজ বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি এসময় পারমাণবিক যুদ্ধের বিষয়েও মুখ খোলেন। তিনি স্পষ্ট করে বলেন যে, রাশিয়া পারমাণবিক যুদ্ধের কোনো চিন্তা করছে না।

সের্গেই লাভরভ বলেন, ইউক্রেন সংকটের একটি সমাধান পাওয়া যাবে এবং এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। ইউক্রেনীয় এবং রুশ কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে।

ইউক্রেনের কাছ থেকে উদ্ভূত সামরিক হুমকিও মস্কো সহ্য করবে না। ইউক্রেনের ওপর রাশিয়ার অধিকার আছে বলে বিশ্বাস করেন তিনি। লাভরভ তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন ‘জাতিগত ইহুদি’ এবং ‘তিনি এমন একটি সমাজের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে নাৎসিবাদ লালন করা হয়’ বলে অভিযোগ করেন। তবে এসব অভিযোগের ব্যাপারে কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেননি তিনি।

সংলাপ ০৩/০৩/০১০ আজিজ

সম্পর্কিত পোস্ট