রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শুষ্ক থাকবে আবহাওয়া

প্রকাশ: ৯ মার্চ ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ
শুষ্ক থাকবে আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে এর পরের ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। বুধবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়াও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।
আর তাই সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে তাপমাত্রা বাড়া বা কমার সম্ভাবনা নেই। তবে আগামীকাল ও পরশু আবহাওয়া সামান্য পরিবর্তিত হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তরপশ্চিম-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

সংলাপ/০৩/০৯/০০৪/আ/হো

সম্পর্কিত পোস্ট