শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শিগগিরই আহবায়ক কমিটি পাচ্ছে যুক্তরাষ্ট্রের যুবদল

প্রকাশ: ৭ মার্চ ২০২২ | ১০:২৫ অপরাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২২ | ১০:২৫ অপরাহ্ণ
শিগগিরই আহবায়ক কমিটি পাচ্ছে যুক্তরাষ্ট্রের যুবদল

অনেক দিন ধরেই আলোচনা চলছে যুক্তরাষ্ট্র যুবদলসহ অন্যান্য সংগঠনের নতুন কমিটি নিয়ে। হঠাৎ করে সে দায়িত্ব নিয়ে অবির্ভূত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। দায়িত্ব পেয়েই তিনি কাজ শুরু করেছেন।

প্রতিদিনই তিনি যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এসব কমিটি করার হর্তাকর্তা তিনি।

গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্র যুবদল এবং যুক্তরাজ্য যুবদলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে অবশ্য কেন্দ্রীয় দলের নেতারাও যোগ দিয়েছিলেন।
সূত্র জানিয়েছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র যুবদল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল ও নিউইয়র্ক স্টেট সিটি বিএনপির আহবায়ক কমিটির ঘোষণা আসতে পারে।

যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হবে। যে কারণে তারা যুক্তরাষ্ট্র যুবদলের কমিটিতে থাকছেন না। তারা নিজেরাও দায়িত্বে থাকতে চান না বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র যুবদলের আহবায়ক কমিটিতে যারা থাকতে চান তাদের মধ্যে রয়েছেন আবুল কাশেম, আতিকুল ইসলাম আজাদ, মিজানুর রহমান মিজান, সারওয়ার খান বাবু, হেলালুর রহমান, নাসিমুর রহমান, দেলোয়ার হোসেন শিপন ও সিদ্দিকুর রহমান। তবে কেউ কেউ তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে শোনা গেছে। সদস্যসচিব হিসেবে রয়েছেন আমানত হোসেন আমান, মাজহারুল ইসলাম জনি, রেজাউল আজাদ ভুইয়া, খলকুর রহমান, মনির হোসেন, অপু, শাহ আলম, হাবিবুর রহমান, আহসান মামুন সবুজ, রুবেল, মহসিন মিয়া লাল ও হাবিবুর রহমান প্রমুখ।

সংলাপ ০৭/০৩/০১৫ আজিজ

সম্পর্কিত পোস্ট