রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রেমিট্যান্স যুদ্ধাদের সহযোগিতায় মন্ত্রণালয়ের আন্তরিকতার কমতি নেই

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৪ পূর্বাহ্ণ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৪ পূর্বাহ্ণ
রেমিট্যান্স যুদ্ধাদের সহযোগিতায় মন্ত্রণালয়ের আন্তরিকতার কমতি নেই

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, যারা এই দেশে রেমিট্যান্স যুদ্ধা নামের খ্যাতি অর্জন করেছে। যাদের পরিশ্রমে রেমিট্যান্স এর মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। প্রবাসী মন্ত্রণালয়ে আন্তরিকতার কোনো কমতি নেই। চেষ্টা করি কিভাবে আরো ভালো সার্ভিস দেওয়ার যায়। প্রবাসী কর্মিরা কিভাবে ভালো থাকবে সেই দিকে নজর থাকে বলেন জানা তিনি।

রবিবার রাতে বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানে প্রবাসীদের নিয়ে পারস্পরিক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

ড. মুনিরুছ সালেহীন বলেন,যদি সবাই বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর চেষ্টা করে। হুন্ডি ও অবৈধ পথে পাঠানো বন্ধ পরিহার করে। তাহলে সরকারের বর্তমানে যে রেমিট্যান্স আছে এই প্রবাহ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি আলহাজ্ব মোঃ মাহাতাবুর রহমান নাসির সিআইপি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মালেক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, আবুল কালাম সিআইপি, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সভাপতি প্রকৌশলী জিল্লুর রহমানসহ বিভিন্ন প্রবাসী নেতৃত্ববৃন্দ।

কনসাল জেনারেল বলেন, আমরা প্রবাসীদের দুয়ারে-দুয়ারে গিয়েছি এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি এটি বন্ধ করার চেষ্টা করছি। এই উদ্যোগে যথেষ্ট কাজে লেগেছে। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে ইতিমধ্যে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদল নিয়ে কয়েকটি প্রোগ্রাম করেছি। সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি বলেন জানান তিনি।

অনুষ্ঠানে রেমিট্যান্স পাঠানোর চ্যানেল পরিবর্তন আনাসহ টাকা পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ করার দাবি জানিয়েছেন প্রবাসী রেমিট্যান্স যুদ্ধারা।

সম্পর্কিত পোস্ট