শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সমকামী নাইট ক্লাবে হামলা, নিহত ৫

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২ | ১১:১৩ অপরাহ্ণ আপডেট: ২০ নভেম্বর ২০২২ | ১১:১৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে সমকামী নাইট ক্লাবে হামলা, নিহত ৫

আমেরিকার পশ্চিমাঞ্চলীয় রাজ্য কলোরাডোর একটি সমকামী নাইট ক্লাবে হামলায় পাঁচজন নিহত ও আহত হয়েছেন আরও ১৮ জন। শনিবার রাত স্থানীয় সময় কলোরাডো স্প্রিংসের নাইট ক্লাব কিউয়ে এই হামলার ঘটনা ঘটে।

কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো বলেন, রাত ১২টার একটু আগে টেলিফোনে বিভিন্ন নম্বর থেকে প্রচুর কল আসতে থাকে। হামলার ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তিনি জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। পুলিশ হেফাজতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সন্দেহভাজন ব্যক্তি বন্দুক হামলায় আহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেননি পুলিশ কর্মকর্তা পামেলা কাস্ত্রো। এ ছাড়া কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছিল সে বিষয়ে তথ্য দিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ক্লাব কিউ কর্তৃপক্ষ বলেছে, আমাদের কমিউনিটির ওপর এমন বিবেকহীন হামলার ঘটনায় আমরা বিধ্বস্ত… সাহসী পদক্ষেপের জন্য গ্রাহকদের ধন্যবাদ জানাই। কারণ তারাই বন্দুকধারীকে দমন এবং এই ঘৃণাত্মক হামলার অবসান ঘটিয়েছেন।

সম্পর্কিত পোস্ট