শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্য যুবলীগ নেতার উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২ | ৫:১৪ অপরাহ্ণ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ | ৫:১৪ অপরাহ্ণ
যুক্তরাজ্য যুবলীগ নেতার উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুমের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ এপ্রিল (সোমবার) লন্ডনের ক্রেপস অ্যান্ড ক্রিমে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুম।

লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, কোনো একটি দেশের জনগণকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে এসেছে সবাইকে উচ্চশিক্ষা অর্জন করে দেশের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকার আহবান জানান তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে যারা নিজের উন্নয়ন বলে প্রচার করে তাদের শক্ত হাতে দমন করতে হবে এবং শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের মাঝে প্রকাশ করতে হবে যাতে করে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে কেউ নিজের ব্যক্তিগত উন্নয়ন বলে চালাতে না পারে।

সভায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের কথা যোগ করে বলেন, যখনই সিলেটবাসীর কোনো উন্নয়ন প্রকল্প নিয়ে উনার কাছে যাওয়া হয় সাথে সাথে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে বা ডিও লেটারের মাধ্যমে তা বাস্তবায়ন করার চেষ্টা করেন। তাই যারা নিজের উন্নয়ন বলে এই সরকারের উন্নয়নকে জনগণের কাছে তুলে ধরে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ বলেন, বাংলাদেশ আজ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্ব দরবারে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের এই ১৩ বছরের শাসনামলে বাংলাদেশ প্রায় প্রতিটি সেক্টরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা খাত।

সবাই একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারের সাথে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আর বেশিদিন লাগবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যারা এ দেশে উচ্চশিক্ষা অর্জনের জন্যে এসেছে তাদের পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ মাতৃকার কল্যাণে সবসময় এগিয়ে আসার পরামর্শ দেন।

সেই সাথে আগামী সংসদ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও বিজয়ী করতে সব নেতাকর্মীকে একযোগে কাজ করার আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ সভাপতি নাজমুল ইসলাম, নর্তামন্টন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম বাচ্চু, কৃষক লীগের সদস্য সচিব এম এ আলী, তাঁতীলীগের আহবায়ক আব্দুস ছালাম, মৎস লীগের আহবায়ক আসরফ আলী নুর।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী। তাঁতীলীগের যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, কামরুজ্জামান, লন্ডন মহানগর যুব লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুমন, নর্তামটন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সয়েফ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম মিজানুর রহমান, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারহান সাদিক, সুয়েব আহমদ, জাবেদ, রাহেল, মাহফুজুর, শান্ত, মিশু, ফাহিম, নিপু, শিপু, শিপলুসহ আরও অনেকে।

সম্পর্কিত পোস্ট