শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩ | ৩:০৩ অপরাহ্ণ আপডেট: ২ জানুয়ারি ২০২৩ | ৩:০৩ অপরাহ্ণ
মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত

মেক্সিকোর উত্তর সীমান্তের শহর জুয়ারেজে একটি কারাগারে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। রোববার এমনটা জানায় কর্তৃপক্ষ। একই দিন শহরটির অন্যস্থানে অপর একটি হামলায় আরও দুই জন নিহত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

এক বিবৃতিতে চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর জানান, কারাগারের হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তা কর্মী এবং চারজন বন্দী ছিলেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন বন্দি পালিয়ে গেছেন। তবে কারা এ হামলা পরিচালনা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসিকিউটর জানান, প্রাথমিক তদন্তে দেখা যায় যে হামলাকারীরা আনুমানিক সকাল ৭টার দিকে কারাগারে পৌঁছায় এবং এলোপাথাড়ি গুলি করতে শুরু করে। এর কয়েক মিনিট আগেই মিউনিসিপ্যাল পুলিশের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ৪ জনকে আটক ও একটি ট্রাক জব্দ করা হয়।

শহরের অন্য একটি স্থানে আরেকটি হামলায় দুই গাড়িচালক নিহত হয়েছে। তবে এই তিনটি হামলাই একই সূত্রে গাঁথা কিনা তা স্পষ্ট করে বলা হয়নি।

এরআগে আগস্টে জুয়ারেজের কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী কার্টেলের সদস্যদের মধ্যে সংঘর্ষের ফলে ১১ জনের নিহত হয়। যার মধ্যে বেশিরভাগ বেসামরিক লোক মারা যায়। এরপরই শহরটিতে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়।

সম্পর্কিত পোস্ট