শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুহিতের মৃত্যুতে টরন্টো ফিল্ম ফোরামের শোক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ৮:৪৫ অপরাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ৮:৪৫ অপরাহ্ণ
মুহিতের মৃত্যুতে টরন্টো ফিল্ম ফোরামের শোক

বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে টরন্টো ফিল্ম ফোরাম শোক প্রকাশ করেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরামের ‘মাল্টি-কালচারাল ফিল্ম সেন্টার’ এ শোক সভার আয়োজন করা হয়। এই শোক সভায় ফিল্ম ফোরামের সদস্য এবং টরন্টোর বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশ নেয়।

সভায় সাবেক অর্থমন্ত্রী ও মুক্তিযুদ্ধের আন্দোলনে অংশ নেয়া সরকারি এই কর্মকর্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বাংলাদেশের অর্থনীতিতে তাঁর অবদান নিয়ে বিশেষ আলোকপাত করেন। সভায় আবুল মাল আব্দুল মুহিতের এর চলচ্চিত্র সহ সাংস্কৃতিক অঙ্গনে তাঁর আগ্রহ ও সম্পৃক্ততা নিয়েও আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন শেখ শাহনওয়াজ, ফয়েজ নুর ময়না, সোলায়মান তালুত এবং এনায়েত করিম বাবুল প্রমূখ। সকলেই তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করেন।

টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল সভার সমাপ্তি ঘোষণা করে সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পর্কিত পোস্ট