রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ২৪ হাজার মানুষের মাঝে টিকা প্রদান

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:৫২ অপরাহ্ণ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:৫২ অপরাহ্ণ
মীরসরাইয়ে ২৪ হাজার মানুষের মাঝে টিকা প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশে গণহারে করোনা টিকা প্রদানের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভায় ২৪ হাজার ২শ জনকে টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিকাকেন্দ্র পরিদর্শন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান।

১১ নং মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার টিকা গ্রহণ করতে মানুষ খুব আগ্রহী। মঙ্গলবার আমার ইউনিয়নের ৬ টি ওয়ার্ডের ১৪’শ মানুষের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান জানান, উপজেলার ১৬ ইউনিয়নে ১৮টি কেন্দ্রে টিকা প্রয়োগ করা হয়েছে। প্রতি ইউনিয়নে ১৪’শ করে টিকা প্রয়োগ করা হয়। এইদিন পুরো উপজেলায় ২৪ হাজার ২’শ টিকা প্রয়োগ করা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট