বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির আহবায়কসহ গ্রেফতার ১০

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪ | ৫:২৩ অপরাহ্ণ আপডেট: ৩ জানুয়ারি ২০২৪ | ৫:২৩ অপরাহ্ণ
ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির আহবায়কসহ গ্রেফতার ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সকালে তাদেরকে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. আলাউদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মমিনুল ইসলাম, উত্তর জেলা যুবদলের সদস্য মো. দিনাছ, উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. মাঈনুদ্দিন টিপু, উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরীফ মাহমুদ, উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন, বিএনপি নেতা অলি উল্লাহ ও ছাত্রদল কর্মী মো. সাহেদ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত ও বানচাল করার লক্ষে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া অংশের ঢাকামুখী লেনে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে লিফলেট বিতরণ করলে অভিযান চালিয়ে ১০ জনকে আটক ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এসময় নির্বাচন বিরোধী লিফলেট জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, সরকারের একতরফা নির্বাচন বর্জনে সারাদেশে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপি লিফলেট বিতরণ করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় পুলিশ অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন বলেন, লিফলেট বিতরণ একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। লিফলেট বিতরণ কোন ধরনের অপরাধ তা খুঁজে পাচ্ছি না। নির্বাচন প্রতিহত করার কোন লিফলেট বিতরণ করা হয়নি, বরং নির্বাচন বর্জন করার লিফলেট বিতরণ করা হয়েছিলো। আমাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ নির্বাচন প্রতিহত ও বানচালের মিথ্যা অভিযোগ এনে অন্যায়ভাবে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।

সম্পর্কিত পোস্ট