মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানলে ৪০ প্রাণহানি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১০:৫৩ অপরাহ্ণ আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১০:৫৩ অপরাহ্ণ
ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানলে ৪০ প্রাণহানি

ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানলে ৪০ জনের বেশি মারা গেছেন। এর মধ্যে ৩৪ জনই আলজেরিয়ায়। এসব অঞ্চল থেকে হাজার হাজার মানুষ সরিয়ে নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হয়েছে। টানা দুই সপ্তাহ ধরে নতুন নতুন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ছে।

গ্রিসের রোডস দ্বীপের পর দাবানল ছড়িয়ে পড়েছে কর্ফু এবং ইভিয়া দ্বীপেও। গ্রিসের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি স্পর্শ করেছে।

ইতালির সিসিলিতেও ছড়িয়ে পড়েছে দাবানল। এছাড়া পালেরমো বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রবল বাতাস এবং শুষ্ক গাছপালার কারণে দমকল কর্মীরা অনেক এলাকায় আগুন নেভাতে রীতিমত লড়াই করছেন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃতের সংখ্যা আলজেরিয়ায়। আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় প্রদেশ বেজাইয়াতে স্থানীয়দের সরিয়ে নেওয়ার সময় আগুনে বেশ কয়েকজন মারা গেছেন।

সম্পর্কিত পোস্ট