শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বর পক্ষকে খেতে দেয়া দই ‘টক’ হওয়ায়

ব্রাহ্মণবাড়িয়ার ফের সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১ | ৯:০৯ অপরাহ্ণ আপডেট: ৮ অক্টোবর ২০২১ | ৭:১১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার ফের সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিয়ের অনুষ্ঠানে বরপক্ষকে খেতে দেয়া দই নিয়ে সংঘর্ষে ইকবাল হোসেন(৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ কনের বাবা বলে জানাগেছে।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার(৫ অক্টোবর) কসবা উপজেলার গোপীনাথপুরে নিহতের মেয়ে কারিমার সাথে পার্শ্ববর্তী গ্রাম বিষ্ণাউড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার সাথে বিয়ের দিন ধার্য ছিলো। বরযাত্রীরা দেরিতে আসায় তাদের খাবার আলাদা করে রাখা হয়। পরবর্তীতে তারা এলে খাবার পরিবেশন করা হলে বর পক্ষের দুইজন তাদের খেতে দেওয়া দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন। এতে উভয় পক্ষের মাঝে বাকবিতণ্ডা বেধে যায়।

এঘটনায় বয়োজ্যৈষ্ঠদের সহায়তায় দুই পক্ষের বাদানুবাদের মিমাংসা হলে বিবাহ্ সম্পন্ন হয়।

পরে বুধবার (৬ অক্টোবর) কনের বাবা গ্রামের বাজারে চা খেতে গেলে বর পক্ষের কয়েকজন যুবক পূর্বের ঘটনা নিয়ে কটু কথা শুনায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা ইকবাল হোসেনকে মারধর করেন। এ ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া ঘটনার বিষয়ে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উভয় পক্ষের উত্তেজনায় স্টোক করে তার মৃত্যু হতে পারে। লাশের ময়না তদন্ত শেষে মূল কারণ জানা যাবে। এঘটনায় নিহতের স্ত্রী জোৎসনা বেগম বাদী হয়ে স্বামীর হত্যার বিচার চেয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট