শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বৈরি আবহাওয়ায় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১ | ৩:১২ অপরাহ্ণ আপডেট: ৬ ডিসেম্বর ২০২১ | ৩:১২ অপরাহ্ণ
বৈরি আবহাওয়ায় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বৈরি আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৈরি আবহাওয়ার কেটে গেলে শিক্ষার্থীরা আবারও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তারা বৃষ্টি উপেক্ষা করে আজ রামপুরা ব্রিজে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত বৃষ্টির মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে করার আগে খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা মহানগরের দফতর সম্পাদক সোহাগী সামিয়া আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

সোহাগী সামিয়া বলেন, বৈরি আবহাওয়ার কারণে আমরা আগামীকাল (মঙ্গলবার) কোনো কর্মসূচি রাখছি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি আরও কয়েকদিন এরকম বৈরি আবহাওয়া থাকবে। যতদিন পর্যন্ত এ বৈরি আবহাওয়া থাকবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে। তবে বৈরি আবহাওয়া কেটে গেলে আমরা আবার কর্মসূচি চালিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের কিছু সুনির্দিষ্ট কর্মসূচি আছে। একটি হচ্ছে মঈনুদ্দীনের স্কুল থেকে নাইমের কলেজ পর্যন্ত সাইকেল র‍্যালি করব। পরে নাইমের কলেজে আমরা মোমবাতি প্রজ্বলন করব। আরেকটি হচ্ছে আমরা ছাত্র-শিক্ষক সবাই মিলে একটি সমাবেশ করব।

সম্পর্কিত পোস্ট