শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃহস্পতিবার থেকে মহাসড়কে ট্রাক, লড়ি ও কাভার্ডভ্যান বন্ধ

প্রকাশ: ৬ জুলাই ২০২২ | ১২:২৫ অপরাহ্ণ আপডেট: ৬ জুলাই ২০২২ | ১২:২৫ অপরাহ্ণ
বৃহস্পতিবার থেকে মহাসড়কে ট্রাক, লড়ি ও কাভার্ডভ্যান বন্ধ

আসন্ন ঈদুল আযহায় মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাক, লড়ি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একইসঙ্গে মহাসড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) বিআরটিএ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহায় যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন (৭-১৩ জুলাই) মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

এছাড়া, যাত্রীদের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ওই সাত দিন মোটরসাইকেলে রাইড-শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না। এক জেলার রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না।

তবে, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে/জেলা পুলিশের অনুমতি নিতে হবে।

সম্পর্কিত পোস্ট