শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১ | ৩:০৫ অপরাহ্ণ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ | ৩:০৫ অপরাহ্ণ
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় এ ভ্যারিয়েন্টে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে এবং বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে এর বিস্তার ঠেকানোর চেষ্টা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন করোনাভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে বেশি সংক্রামক বা এটি রোগকে আরও গুরুতর করে তোলে কি না, তা এখনও স্পষ্ট নয়।

“প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা পাওয়া গেছে, দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়ার হার বাড়ছে, তবে এটি একটি নির্দিষ্ট সংক্রমণের ফল না হয়ে মোট আক্রান্তের সংখ্যা বাড়ার কারণেও হয়ে থাকতে পারে,” বলেছে ডব্লিউএইচও। ওমিক্রনের শক্তি বুঝতে ‘কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে’ বলে জানিয়েছে তারা।

করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টটি বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করেছে। ওমিক্রন টিকার প্রতিরোধ ভেঙে ফেলতে পারে এবং দুই বছর বিশ্বজুড়ে মহামারী থাকার পর সদ্য সচল হওয়া অর্থনীতির চাকা ফের বন্ধ করতে দিতে পারে এমন আশঙ্কায় বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

টিকাসহ কোভিড-১৯ এর বিরুদ্ধে জারি থাকা পদক্ষেপগুলোর ওপর ওমিক্রনের সম্ভাব্য প্রভাব বুঝতে তারা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ডব্লিউএইচও।

সম্পর্কিত পোস্ট