বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ভবনে আগুন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ৩:১২ অপরাহ্ণ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ | ৩:১২ অপরাহ্ণ
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ভবনে আগুন

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু হৃদ্‌রোগ কেন্দ্রে আগুন লেগেছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহতও হয়নি।

এর আগে, দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

সম্পর্কিত পোস্ট