শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জন্য সমর্থকদের শুভ কামনা

বাংলাদেশ ! বাংলাদেশ! স্লোগানমুখর শারজা স্টেডিয়াম

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১ | ২:৫৮ অপরাহ্ণ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ | ২:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশ ! বাংলাদেশ! স্লোগানমুখর শারজা স্টেডিয়াম

অল্প কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম খেলা। আমিরাতের শারজা স্টেডিয়ামে বাংলাদেশ স্থানীয় সময় দুপুর ২টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কার। জয়ের প্রত্যাশায় মাঠে নামবে টাইগাররা।

খেলা শুরু আগ মুহূর্তে দলে দলে স্টেডিয়ামমুখী হচ্ছেন আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। দর্শক যত বাড়ছে, স্লোগানের ধ্বনিও তত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ! বাংলাদেশ! স্লোগানেমুখর এখন শারজা ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে বাইরে। প্রবাসীদের জন্য এই এক অন্যরকম আনন্দের দিন।

তাদের ভাষ্যমতে, ক্রিকেট আমাদের কাছে দারুণ এক আবেগের নাম। রাজনীতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে দেয় ক্রিকেট। আমরা ক্রিকেটে খাই, ক্রিকেট ঘুমাই; ক্রিকেট আমাদের আনন্দে ভাসায়, ক্রিকেটই চোখে জল আনে। ক্রিকেট এখন আমাদের দেশপ্রেম আর জাতীয়তাবাদের দূরন্ত প্রকাশের মাধ্যম। দেশপ্রেম আর আবেগে জড়িয়ে তাই নিজ দলকে শুভ কামনা জানাতে মাঠে আমরা।

আমিরাত প্রবাসী কন্ঠ শিল্পী শিমুল বলেন, বাছাই পর্বের প্রথম খেলায় হেরে যাওয়ায় অনেকেই সংশয়ে ছিলাম আমরা। সেসব সংশয় কেটে গেছে। আমরা আশাবাদী মূল পর্বে বাংলাদেশ ভাল খেলবে।

প্রবাসী আবু তৈয়ব বলেন, টাইগারদের শুভ কামনা জানাতে প্রবাসীরা দলে দলে মাঠে আসছে। আশা করছি সাকিব-রিয়াদটা আজ ভাল করবে।

সম্পর্কিত পোস্ট